স্বভাব করেছো এমন তোমার সন্দেহবোধে কালো,  
ঘোর তমসা সেখানে দেখো যেখানে জ্বলছে আলো।
সত্যের ভেতরেও মিথ্যাকে খোঁজো সদাই সর্বখানে,
সরলতার সুখে জটিলতার দুঃখ ভরাও প্রবল বানে।
মুক্ত কথা শুদ্ধ যুক্তি পায় না যে ঠাঁই তোমার প্রাণে,    
দুর্গন্ধের ঝড় বয়ে দাও কাননের ভরা ফুলেল ঘ্রাণে।    
বন্ধুত্বে প্রসারিত আলিঙ্গন তোমায় করছে বুঝি বন্দি!    
মুক্তমননের প্রতিশ্রুতি যতো- বোঝো তা দুরভিসন্ধি।  
বদ্ধ চিন্তায় রুদ্ধ সে মনে তুমি সন্দেহের আকাশচারী,
সন্দেহপ্রবণ মন সারাক্ষণ থাকে পাথরের মতো ভারী।