চরম ক্ষুধায় নারী-পাগল যায় ভুলে তার হেরেমটা,
অভুক্ত উদরের তীব্র জ্বালায় হারায় স্বদেশ প্রেমটা।
রাজপথের সব নিশিবাতিগুলো ঝরাক যতো আলো  
ক্ষুধার রাজ্যে জ্বালানো অনল পুড়ে করে সব কালো।    
আভিজাত্যে মোড়া সুউচ্চ ভবন ছুঁক ঐ গগন যতো,
ক্ষুধার্ত পেটে অসহ্য আঘাতে বাড়িয়ে তা দেবে ক্ষত।          
সংস্কৃতি প্রবাহে বাহিত যতো হৃদয় ছোঁয়া নৃত্য-গান
পারে না দিতে একটুও সুখ, ক্ষুধায় যার তিক্ত প্রাণ।    
স্বাধীনতা বা রাজনৈতিক মুক্তি, সার্বভৌমত্বের সুধা-
সবই অকেজো, রূপহীন, নিরস থাকলে পেটে ক্ষুধা।