যে চলে যায় এ দেশটা ছেড়ে, যে চলে যায় দূরে
পায় না সে আর ভরাতে মন বাউলা গানের সুরে।
বিদেশ বিভূঁই  হোক না ভুবন আরাম বিলাসিতার
সে তো শুধু রইলো বিদেশ, হৃদ্যতা মান কী তার?
দেশের মাটির এঁটেল গন্ধ, উদাম হাওয়ার পরশ  
মন ছুঁয়ে যায় স্নিগ্ধতায় সে, সদাই আপন, সরস।  
আপনজনার আদরমাখা, সোহাগ ছাওয়া মুক্ত মন,
স্নেহের বাঁধন, মধুর শাসন, মেলে অসীম প্রতিক্ষণ।
যে ভুলে যায় দেশজ বোধ, ছিন্ন করে নাড়ির যোগ,  
বিদেশই যার লোলুপ মনন, অর্থ আর আয়েশ ভোগ;
বিদেশটাতেই সর্বস্ব তার, বিভূঁইই তার মুখের হাসি    
সে তো স্বদেশ প্রেমিকই নয়, রইলো হয়ে পরবাসী।