ওহে রূপধারিণী মোহিনী, তোমার রূপের কী ধরণ!
যে দিকে তাকাও ঝলকিত আলো ছড়ায়ে সারাক্ষণ,
তোমার ওই রূপে মুগ্ধ বসুন্ধরা, বিমোহিত সমীরণে  
প্রবাহিত রেশে আলোড়ন তোলে প্রতিটি মানব মনে।  
কি অপরুপ এক অতুলনীয়া নারী, রূপ ও গুনে ধনী!
তোমার ঐ সুন্দর মুখের জন্য লাগে না যে প্রসাধনী।
সুন্দরতমা, তিলোত্তমা সেই দেশটাও তোমার মতো
যে দেশে মানুষ দেশমাতৃকাকে ভালোবাসে অবিরত।    
সেই দেশ নিয়ে নেই ভাবনা যেথা দেশপ্রেমিক জাতি
আপন প্রাণপণে আগলে রেখেছে দেশটারে দিবারাতি।  
ওহে মনোহারিণী, পরমাসুন্দরী, তোমার তুলনা তুমি;
তোমার মতোই অতুলনীয় রূপের স্বর্গ সেই মাতৃভূমি।