আপন দেশের সীমানায় বন্দি সে জন সত্যি ক্ষুদ্রমনা
দেশ দেশ করে তুলে যে জন কাহিল দেহে সর্প ফণা।    
ভাবে সে এমন যেনো সারাক্ষণ দেশকে করছে রক্ষা
তার থেকে ছিনিয়ে নেবে দেশ নেই সে সাহসী-বক্ষা!
সীমানার ওপারে আর যতো দেশ সেগুলো কিছু নয়!
নিজ দেশ নিজ দেশ করে সে করে কথনে শক্তিক্ষয়।  
মন জুড়ে যার আছে মানবতা, মহৎ চিন্তার সন্নিবেশ
সারা পৃথিবীই তার চারণ ভূমি, মহাবিশ্বই তার দেশ।
সর্বান্তকরণে বিশ্বাস তার মানুষে মানুষে বিভেদ নাই,
পৃথিবীর সমগ্র মানবজাতিই যেনো তার আপন ভাই।    
সেই তো প্রকৃত বিশ্বমানব যার বিশ্বময় ছড়ানো কর্ম
সকল মানুষের কল্যাণ করাই যার জীবন-দর্শন, ধর্ম।