হৃদয় নিংড়ানো অনুভূতিগুলো, নিঃসৃত ভালোবাসা
কবিতার শব্দে অনাবিল ছন্দে পায় প্রকাশের ভাষা।  
প্রতিটি শব্দ অনুরণন যেনো যতো ভাব বুকে আছে,
প্রাণহীন দেহ প্রাণ খুঁজে পায় এমন কবিতার কাছে।  
শব্দ চয়নে ভাবের বুননে খোলে যে কবিতার খাতা
তার তরে তাই চাওয়া একটাই, চাই শুধু স্বাধীনতা।  
মত প্রকাশে, ভাব বিকাশে যে লেখক বিধিতে বন্দি
তার ভাব মরে আঁতুড় ঘরে, বাড়ে স্বার্থবাদীর ফন্দি।
সাহিত্য ভুবনের স্বাধীনতা যে শুধু লেখকদেরই নয়,    
লেখকের স্বাধীনতা এনে দিতে পারে মঙ্গল সর্বময়।
জনতার সুকল্যাণ যদি চাও, চাও জনতার অধিকার
তবে লেখার স্বাধীনতা দাও, দাও ভাষার স্বাধিকার।