বিপদে পড়েনি কভু এমন মানুষ যায় না পাওয়া,
অনেকের অভাব থাকে, কারো থাকে শুধু চাওয়া।  
অভাবে বিপদে অপরের কাছে চাইতেও হয় ঋণ,
কেউ তৎপর ঋণশোধে, কেউ ভুলে যায় চিরদিন।  
বুদ্ধিমানে ঋণ নেয়ার আগে খোঁজে শোধের পন্থা,
নির্বোধ সেই যে নির্বিচারে ঋণ নিয়ে যায় অগন্তা।    
ঋণের বোঝা ভারি অতি, তাই বইতে ব্যথা লাগে;
নির্ভার সেইজন মেটায় যে ঋণ মরণ হবার আগে।
ঋণের ভারে সদা নুইয়ে থাকা সম্মানহীন পরিচয়,
ঋণ করা যে ভিক্ষা অপেক্ষা অধিকতর উন্নত নয়।