শান শওকত, ধন দৌলত কম তো আর জমলো না;
দুইহাত ভরে কামিয়ে গেলে কিছুই তার কমলো না।
অঢেল জহরত, জমিসম্পদ চারদিকে শুধু বাড়লোই,
লোলুপ দৃষ্টি, কামনার জিভ ডানবাম সব কাড়লোই।  
তবু তো তুমি থামছো না, শুধু কাড়ছো যা যা পারো,  
সঞ্চয়ের পাহাড় হিসেব নেই তার, তবুও চাও আরো!    
সচক্ষে দেখো, কতো লোক আছে করে নি কিছু জমা,
তবুও তো তারা ভাসে তৃপ্তিসুখ বানে, আনন্দ রমরমা!  
চাহিদা তোমার মিটবে না যদিও গিলে খাও সব ভূমি;    
যার আছে অল্প সে দরিদ্র নয়, খাঁটি দরিদ্র তো তুমি।