রঙ, বৈচিত্রের পোশাকে তুমি কেড়ে নাও নজর!
চলনে প্রতীপ ভঙ্গিতে তুমি হতে চাও কি অজর?    
ও মুখে বলো যে কথা সেটা বুঝি কৃত্রিম প্রবচন?
যে শব্দে করো আহ্বান তাতে শুধু দ্বিধার প্ররোচন!
আন্তরিকতা যা দেখাও তুমি তাতে অভিপ্রায় রয়,
যে অন্তর মহৎ নয় তার বাহ্যিক রূপ এমনই হয়!  
স্বল্পকাল স্থায়ী সে রূপ বাহ্যিক আড়ম্বরের দ্যূতে    
লোকদৃষ্টি কাড়তে পারলেও পারে না হৃদয় ছুঁতে।
অকৃত্রিম ব্যক্তিত্বের আলোতে আলোকিত যে জন  
সর্বজনের দৃষ্টি সে জন কাড়ে আর স্পর্শ করে মন।