অন্তরে নেই অক্ষর যার, নেই যার কান্ডজ্ঞান
তারে দিয়ে হয় না যে কোনো ধর্মের কল্যাণ।
মূর্খ সে জন ভয়ংকর যেমন মানব ধর্ম মাঝে
জ্ঞান-বিবেকবর্জিত লোক আসে না যে কাজে।
পদে পদে সেই বিপদ আনে মস্তক যার জড়,  
ক্ষুদ্র কারণে বাধায় সে জন ঘটনা অনেক বড়।
আপন স্বার্থে ধরণীর বুকে ধ্বংস আনে ডেকে,
যে পথ সোজা সুন্দরতম সেটাও দেখে বেঁকে।    
মূর্খতার আপদে পুড়িয়ে যারা শান্তি করে ছাই  
তাদের কখনোও ধার্মিক হবার অধিকারই নাই।