প্রত্যুষের আলো ফোটেনি তখনও তুমি যাও মসজিদে;  
নিদ্রাকাতর দুই চোখ কাঁদে, খালি পেটে বড্ডো ক্ষিধে!  
দুপুরে তোমার উদরপূর্তি শত দাস-দাসির সেবা নিয়ে;
দু'হাতে তুমি সুমহান দাতা, দানবাক্স ভরাও অর্থ দিয়ে!  
প্রতি পড়ন্ত বিকেল বেলায় তুমি খেলো ধর্মের খেলা বড়,  
যে শোনালো কোরানের বাণী তাকে দু'হাতে দান করো।
প্রতি সন্ধ্যায় আযান এলে তুমি যাও মসজিদ পানে ছুটে,
নামায পরে মসজিদেই বসে শোনাও তুমি কথা বিদ্ঘুটে।  
যায় সন্ধ্যা আসে রাত্রি সেই তুমি ফের ব্যস্ত প্রতি এশায়;
মসজিদে মুসল্লি তুমি, বাইরে তুমি ব্যস্ত অন্যায় পেশায়।
অন্যায়কারীর ধার্মিকতা মিথ্যে, ধর্ম-কর্মে প্রাপ্তি রয় শুন্য;
মনে রেখোঃ সৎ স্বভাব, সুন্দর আচরণ, ন্যায় কর্মই পুণ্য।