বিবেকবিহীন সোল্লাসে তোর যদিও হয় কাজ
হয় তো তাতে উম্মাদনায় মেতেও থাকিস আজ    
কোনো দিন যদি বিবেকবোধের হয়রে জাগরণ
কী দারুণ ভুল করেছিস তুই! বুঝবি যে তখন।    
বিবেকের সায় না পেয়ে তুই করিস যদি কাজ
ভালোমন্দের হিসেব ছাড়া, ছুঁড়ে ফেলে লাজ,  
এমন সময় আসবে জানিস দেখবি শুধুই শাপ,
যাই করেছিস বিবেক ভুলে তাই হয়েছে পাপ।  
চলার যে পথে মুক্ত বিবেক জাগায় মনে দ্বিধা
বুঝবি তবে সে কাজ বাঁকা, নয় তো সাদাসিধা।  
যে সব কর্মের প্রতিটি ধাপেই লোকলজ্জার ভয়  
সেই সব কর্ম পাপ ছাড়া কভু পুণ্য, পবিত্র নয়।