শালীনতা ধাঁচে যে কথার রচনা শ্রুতিমধুর কানে  
ভদ্র লোকে বলবে সে কথা সকলেই যাঁকে মানে।  
বিনীত যে আচরণ মুগ্ধ করে নয়ন সবাই যা চায়
সদাচরণে সিদ্ধ শিক্ষিত সুজনে সেটা পাওয়া যায়।  
সুন্দর, নির্মল ব্যবহার আছে যাঁর চারিত্রিক বয়নে  
তিনিই পারেন মুগ্ধতা ছড়াতে সকল দ্রষ্টার নয়নে।  
ভদ্রলোক তিনি সদাশয় যিনি তাঁরই চিন্তা মার্জিত,
সত্যের পুজায় নিবেদিত তাঁর সৎ জীবিকা অর্জিত।  
দৃঢ় ব্যক্তিত্বের মানুষ তিনি, অকুতোভয় চেতনসব,
মানুষকে যিনি সমাদর করেন, মহত্বই যাঁর গৌরব।
মানুষের মাঝে আত্মীয়তা গড়েন আপন ঘনিষ্ঠতায়
সূর্যের মতো নির্ভীক দীপ্তি ছড়ায়ে উজ্জ্বল সততায়।  
আন্তরিকতাপূর্ণ মহৎ মানুষ ভেদ টুটে মুছতে ক্ষতো  
ভাঙেন সদা গোত্র সমাজ রাষ্ট্রের আছে বাধা যতো।