লাখো, কোটি জনতার সে দেশ গর্ব করবে কিসে
যে দেশে কতো মানুষ আছে খুঁজে পায় না দিশে?
ভালো-মন্দের মাখামাখি মানুষ ছড়াস সুবাস-গন্ধ,
একই সীমানার এ পাশে স্নিগ্ধতা, ওপাশে দম বন্ধ!
সুশিক্ষা যেথা কখনও বাঁধা পড়ে কুশিক্ষার শিকড়ে,
বাধাহীন হয়ে সে দেশ বলো সমুখে যায় কী করে?  
নীতির স্লোগানে প্রকম্পিত বায়ু দুর্নীতি ভারে কাঁদে,
সে দেশের সকল উন্নয়নের বান ঘোরে ঘূর্ণি ফাঁদে।
এগিয়ে যাবার যতো ছলনায় হয় যে বোধের ক্ষরণ,  
লেবাশে ঢাকা আত্মঘাতী চালে হয় সমাজের মরণ।  
স্বল্প ভালোর দৃষ্টান্ত এনেই যায় না বলা সব ভালো,
সভ্য দেশ তাকেই বলো যার সর্বত্র বিদ্যমান আলো।  
যে দেশে অসংখ্য মানুষ আলস্যে, দারিদ্রে পড়ে রয়
সভ্য বলে সেই দেশের কভু গর্ব করা যে উচিত নয়।