ঠোঁটকাটা এক স্বভাব যে তোর, লাগামছাড়া বচন
ভন্ড লোকেদের মুখোশ খুলে ধরাস গোঁড়ায় পচন!      
কাল-স্থান-পাত্রের ভেদাভেদ ভুলে বলিস কথা তুই  
তাতে পায়ের শক্তিটাই হারায় ফুঁড়ে ওঠে যারা ভুঁই।
মিথ্যে বাহানাগুলো তোর পদতলে হয় যে ধূলিকণা,
তোর সব উচিত কথায় ফের কেউ তোলে বিষ ফণা।
শিক্ষালয়ে যাসনি কভু, হামবড়া ভাব নেই রে তোর
তবুও তোর আচার ভালো, সাধুর বেশে হসনি চোর।    
বছর বছর ডিগ্রী নিয়ে যে দিনে দিনে হয় হিংস্র ষাঁড়,
তার চেয়ে তুই শিক্ষিত বেশি, মানুষও তুই চমৎকার।  
শিক্ষিত মানুষ হয়েও যে রয় মিথ্যুক-অসাধু-প্রবঞ্চক,
তার থেকে তুই ঢের ভালো; সামনে বলিস কথা হক।