দিও না সেই মুক্তি আমায় যাতে লাগামছাড়া হয়ে
পৃথিবীর শমগুণ বিক্ষত করি অশুদ্ধ ইচ্ছায়, নির্ভয়ে।  
দিও না সেই স্বাধীনতা আমায় যা পাবার অধিকার
কণ্টকাকীর্ণ পথে রক্ত না ঝরালেও প্রাপ্ত যা আমার।
পদ দুটি মোর শৃঙ্খলিত করো যে পদতল স্থির নয়,
যে পদে পিষ্ট মানবতাবোধ, সাম্যশক্তির হচ্ছে ক্ষয়।        
মুক্ত স্বাধীন হস্ত যুগল শৃংখলাহীনতায় অসহিষ্ণু খুব,
অমিত দুটি মুষ্টির তলে সমগ্র ধরণী বুঝি দিচ্ছে ডুব।    
সেই স্বাধীনতা দিও না আমায় যার ধ্বংসাত্মক রূপে  
সুশিক্ষা, বিবেচনা, সুবিচার বুদ্ধি ডুবে যায় মৃত্যুকূপে।    
যে স্বাধীনতা অসভ্যতা আনে, ছড়ায় বর্বরতার কালো
তার চেয়ে শৃঙ্খলিত স্বাধীনতা যে অনেক গুনে ভালো।