পৃথিবীর বুকে এই যে সমাজ মানুষ দিয়েই গড়া,
তবু কেনো এমন সমাজেই দেখি মানুষেরই খরা।  
এই যে জনপদ, এই সংসার গড়ছে মানুষ নিজে,
নিজের হাতে গড়া এ সমাজে পাচ্ছে তারা কী যে!
ব্যক্ত অব্যক্ত ভাষা, বুকে জমা আশা মৃতকণ্ঠ সুর,
একই সমাজে বসবাস তবু যে বিভেদ কতো দূর!  
সমাজবদ্ধ প্রাণী যে মানুষ তারা সমাজই মানে না!
'সামাজিক জীব' বলতে কী বোঝায় তাই জা্নে না!
মানুষ পরিচয়ে যে সমাজ গড়ো সেই সমাজে হায়
দিনে দিনে শুধু বিভেদ বাড়িয়ে গড়েছো সম্প্রদায়!
কেউ নিচ্ছো কেড়েকুড়ে সবই, কেউ বঞ্চনায় কাঁদে;
বিবর্তনের নামে সমাজ পড়েছে ছল-চাতুরীর ফাঁদে।  
যে সমাজ-সংসার মানুষই গড়ে, মানুষই বাঁধে বাসা
সে সমাজ-সংসারে ভাঙে না যেনো স্বপ্ন-সু্‌খ-আশা।  
মানবতা, সততা, ভ্রাতৃত্ববোধে সব মানুষের পরিচয়,  
মানুষের গড়া এ সমাজ-সংসার তেমনই যেনো হয়।