মর্যাদা তো নয় এমন সম্পদ কোনো বংশ-পরম্পরায়
রক্তে গড়া সম্পর্কে সহজে মেলে তা এহেন বসুন্ধরায়।    
অর্জিত শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সম্মান যতো পাওয়া
তাতে থাকে গৌরবের আলোক, মর্যাদা সমেত ছাওয়া।  
এ তো নয় সেই আলাদীনের প্রদীপ ঘষলে হাতে ধরে,  
হুকুমের দানব আচমকা জেগে উঠে মর্যাদা দেবে গড়ে।    
আপন কর্ম, আচার-আচরণ, শিষ্টতা, মনুষ্যত্ব, ভদ্রতায়
মানুষ হিসেবে মর্যাদার যোগাড় প্রতিক্ষণে বেড়েই যায়।  
সে জনের মর্যাদা কমে না কভু যে মর্যাদার দাম বোঝে,
তোষামোদ পানে ছুটে যে কভু মিথ্যে মর্যাদা না খোঁজে।