চিঠির সত্তা থাকলে শুন্য মুক্তাকাশের উড়াল খামে,
কোন গ্রাহক কিনবে তারে পকেট-খসা চেনা দামে?
ডাক পিয়নের ভালোই জানাঃ বাছ বিচারের লড়াই,
ভূপাতিত চিঠিবিহীন শুন্য খামের অত কেনো বড়াই!
ভিতরটা যার অসার, খালি সেই হলে তর্জনের গুরু,
বিদ্রুপে আর পড়ে না ভাটা একবার তার হলে শুরু।
বাতাসে ভরা রঙের বেলুন দীর্ঘায়ুকে কোথায় পাবে?  
আলপিনের এক খোঁচায় হাওয়া হারিয়ে চুপসে যাবে।  
রঙ লাগিয়ে কী লাভ তার অসার যদি ভিতরে থাকে?  
রঙ বাহারের মোড়ক দিয়ে যায় কী ঢাকা শুন্যতাকে?