মাতৃভাষা? সে থাকে প্রতি মানুষের জন্মগত অধিকারে;
কার আছে শক্তি এমন সে অধিকার খর্ব করতে পারে?  
মায়ের মুখের পবিত্র সে ভাষা হৃদয় গহীনে ধ্বনিত হয়,
প্রাণের সাথে একই সুতোয় বাঁধা সে ভাষার তুলনা নয়।  
এই সে ভাষা অতুলনীয় ভবে সকল ভাষার মধ্যে সেরা,
যে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে রক্ত ঝরায় সন্তানেরা।  
মনেতে, প্রাণেতে সুমধুর লাগে এই না মাতৃভাষার সুধা,  
বারবার শুনি, তবুও যেনো বাড়ায় আরো দু'কর্ণের ক্ষুধা।
আমার দেশের সব মানুষের মুখের ভাষা, প্রাণের ভাষা;  
যে ভাষার প্রতি অক্ষরে বাঁধা প্রতি জনের সঞ্চিত আশা।  
ফের যদি কভু দরকার হয় সকলে যাবো প্রাণপণ লড়ে,  
শহীদের রক্তে অর্জিত ভাষার মর্যাদাকে রাখবোই ধরে।