জীবনে যার পূর্ণ আঁধার সে কীভাবে বুঝবে দিনের আলো?  
দেখে না সূর্যের উদয়-অস্ত, দেখে না কেমন নিশির কালো।
হাত বাড়িয়ে হাওয়া ছুঁয়ে ছুঁয়ে বুঝে নেয় তার পথের দিক;
অনুভূতি দিয়ে বুঝে নেয় তবু কোনটা ভালো, কোনটা ঠিক।    
অন্ধ হলেও বুঝে নেয় ঠিকই সত্যতা আছে কোনটার পিছে;  
বিবেক গুণেই বুঝতে পারে কোন কথা খাঁটি, কোনটা মিছে।        
অন্ধ লোকটা হাতড়িয়ে নিজের দরকারী সব জিনিস খোঁজে;  
দু'চোখে সে দেখে নাতো কিছু, তবু ভালোমন্দ ঠিকই বোঝে।
দুচোখ সচল, তবু তো অনেকে দেখে না চোখে অনেক কিছু;
ভালো-মন্দের পার্থক্যও বোঝে না, সর্বদা ছুটে মিথ্যার পিছু।  
এ পৃথিবীর বুকে কতো কিছু ঘটে সবকিছুই কি দেখতে পাও?
দেহের চোখে যা যায় না দেখা মনের চোখে তা দেখতে চাও।  
দেহের দুটি চোখে দেখতে না পারলেই কেউ হয় না অন্ধ যে;
অন্তরের চোখ যে খুলে নাই কভু এ জগতে প্রকৃতই অন্ধ সে।