জ্ঞান অর্জনে মহাপুস্তক পাঠ? অনেকেই করে তাই;
শুধু পুস্তক পাঠেই দৃষ্টি বেড়েছে? এই প্রশ্নটা শুধাই।
দেশ-বিদেশে ঘুরেই যদি কেউ দৃষ্টি প্রসারের তরে
জীবনটা তার শেষ করে দেয়, আর কিছুই না করে,
তার কাছে এ প্রশ্ন আমারঃ দৃষ্টি কতো বিস্তৃত হলো?    
সারা ধরণীর সৌন্দর্য দেখেই মহাদর্শন তাকে বলো!  
জাদুঘরে স্মৃতি সংশ্লিষ্ট সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক যোগাড়  
সারাজীবন শুধু দেখেই গেলে দৃষ্টি কি হয়রে প্রগাঢ়?  
জনে জনে রাখা প্রশ্নের বানে মেলা উত্তর বিশ্লেষণে
বাড়ে কি কভু দৃষ্টির সীমা রেখেছো যা আবদ্ধ মনে?
সঙ্কীর্ণ মনের গহীনে যদি আকিঞ্চনই লুকানো থাকে
গচ্ছিত ধন, রত্নের পাহাড় বাড়াতে পারে দৃষ্টিটাকে?
দৃষ্টি প্রসারণে উদার মনে জাগাতে বোধের সন্নিবেশ  
অন্তরের চোখে লব্ধ করো কী চায় সময় ও পরিবেশ।