কোন সে দাঁড়িপাল্লাতে মানুষের ওজন মাপা যায়?
মানুষের ওজন পরিমাপ কঠিন মাপের বাটখারায়।
কে কতো দীর্ঘ, কে কতোটা ছোট কায়িক উচ্চতার
সে পার্থক্যও দেবে না তো বলে ওজন কেমন তার।    
হতে পারে কেউ আকারে ছোট, হাল্কা কায়ায় গড়া,
সে মানুষেও থাকতে যে পারে অসীম প্রতিভা ভরা;  
তারই অন্তরে থাকে যদি অপার সৃজনশীলতার বর
তবে সে মেকী ওজনদারের চেয়ে অধিক ক্ষমতাধর।  
তারই আত্মায় ধৃত মহান সে রূপ মহিমা পটে লিখা
আপন কৃতিত্বের আলোকে জ্বালে প্রসারিত দীপশিখা।    
দেহের গড়নে, গলার দাপটে করো না কারোই মাপ;
অবশেষে তা ভুল বিবেচনা হয়ে ছড়ায় যে অভিশাপ।
কে বড় কে ছোট মাপের দাঁড়িতে বুঝবে কেমন করে?  
মানুষের মাঝে পরিমাপে সেই বড় মহান যে অন্তরে।