আজ যে শিশুর আগমন হয়েছে এই যে বসুন্ধরায়
ধীরে ধীরে কিশোর হয়ে উঠবে সে পরম মমতায়।
দুরন্ত চঞ্চল সেই কৈশোর শেষে তারুণ্যের কালে
লাগবে হাওয়া আশা, ভালোবাসা, স্বপনের পালে।    
উচ্ছ্বাস ভরা যৌবনের শেষে মধ্যবয়সের আগমন
আশা-নিরাশা, হতাশার দোলায় আক্রান্ত হবে মন।  
কয়েক দশকের সূর্যাস্ত দেখে দু'চোখে ঝরবে জল,
জীবন খাতার হিসেবগুলোতে মিলবে কোনো ফল!  
বিগত সময় ফিরবে না আর হবে অতীত ইতিহাস,
সাফল্য হাসাবে সদা, ব্যর্থতা করে যাবে পরিহাস।  
কুঞ্চিত দেহে, পড়ন্ত আবেগে সে মানুষ হবে বুড়ো  
পাবে না ফিরে তারুণ্য যৌবন যতোই দাবী জুড়ো।
মানুষ বয়সে বুড়ো হলেও বুড়ো হয় না তার ভরসাঃ    
ধনসম্পদ উপার্জনের লোভ আর বেঁচে থাকার আশা।