বইয়ের পাতায় পাতায় বর্ণমালা হরেক রঙে লেখা
জীবনের শুরুতে বিদ্যালয় যেয়ে তাই-ই হয় শেখা।
আনন্দে শেখা সে বর্ণের সাথে বর্ণের মিল মেলায়
কত যে শব্দে সন্নিবেশ করা শৈশবে, ছেলেবেলায়!
বইয়ের পাতা, মলাটে খাতার এপাশ ওপাশ লেখা,  
মহানন্দে পড়া হয়েছে সবই, মন ভরে সবই দেখা।    
কৈশোরে শেখা অযুত সে পাঠে পড়ে ছিল যত মন
তার চে' বেশি শেখা হয়েছিলো প্রকৃতিকে প্রতিক্ষণ।      
মহাবিদ্যালয়ের সব উন্নত পুস্তক, উন্নত আলোচনা
সাগ্রহে সবই আত্মস্ত করতে পারা কত যে প্রেরণা!    
যৌবনে শেখা বিশ্ববিদ্যালয়ে উন্নততর শিক্ষার বর    
জ্ঞানের সকল দুয়ার উন্মুক্ত করে অবারিত প্রান্তর।  
বয়সের ভারে নুহ্য যখন তখনও চোখ পুস্তকমাঝে;  
কত যে শিক্ষা এ মানব জীবনের প্রতি ভাঁজে ভাঁজে!
যদি না হলো মানুষকেই জানা, মর্যাদা দিতে শেখা
সব শিক্ষা তবে বিফলেই গেলো, হতাশ ভাগ্যলেখা!