মানুষ মাত্রই স্বপ্ন দেখে, বাহারি রঙের স্বপ্ন যার;  
স্বপ্নের পিঠেই স্বপ্ন আসে, কয়টা পূরণ হয় তার?  
অন্তর থেকে জেদি যেই জন লড়াই করে প্রাণপণ,
পরিশ্রম আর আত্মবিশ্বাসে স্বপ্ন পূরণে কতোক্ষণ?  
মনের ভিতর লালিত স্বপ্ন বাস্তবে যদি পেতে হয়,  
লেগে রও তারই পিছে কী সময় আর কী অসময়।  
স্বপ্ন দেখতে সবাই পারে, বাস্তব করে কয় জনায়?
বাস্তবে রূপ না পেলে আর স্বপন দেখাই বৃথা যায়।  
স্বপন পূরণে একাগ্র যে ব্যক্তি উন্মাদের মতো ধায়  
নিন্দুকেরা তারে 'পাগল'ই বলে উপহাস করে যায়।  
'পাগল' ব্যক্তির সাফল্যতে নিন্দুকেও গায় গুণগান;            
তারই পন্থা ধারণ করে, তাকেই শেষে বলে 'মহান'।