মানুষের এই সমাজটা যে একটুও কম অদ্ভুত নয়,
মানুষের পাশে মানুষই বন্ধু, মানুষই বড় শত্রু হয়।


বিগড়ে যাওয়া সময়ও যে রূপ বদলে হয় সুসময়,
বিগড়ে যাওয়া মানুষ রূপ নেয় পশুত্ব তার সর্বময়।


মানুষ পেলে পশুত্ব রূপ মানবজাতির আনবে ধ্বস
মানুষই মানুষের বড় শত্রু, বিশ্বাস চুরে হয় অবশ।    


ধ্বংসাত্মক শত্রুর বেশে প্রকৃতিও কিছু কেড়ে নেয়,
শান্ত হলে সেই প্রকৃতিই ফের অনেক কিছুই দেয়!  


মানুষ মানুষের শত্রু হলে মানুষকেই করে নিশ্চিহ্ন;  
হিংস্র মানুষ করে ফেলে মানবসমাজটাকেই বিচ্ছিন্ন।