প্রবাহমান সময় বদলে গেলে বদলায় কতো কিছু!
নির্বোধ সে যে বর্তমান ভুলে ছোটে অতীতের পিছু।


যে ইতিহাস গড়া ভুলের পাহাড়ে, ভ্রান্ত যে আচার,    
সে ইতিহাস দিয়ে করো না তুমি এ বর্তমান বিচার।      


নিত্যকার মতো আজকেও তবে না থাক প্রয়োজন,
তবু তোমায় জানতে হবে ইতিহাস যোজন যোজন!


আলোকিত এই বর্তমান ছেড়ে যেতে হবে অতীতে?
আপন ভুলে জীবন দ‍্যোতনার স্বাদ পেলে যে তিতে।    

বাস্তব ছেড়ে পরাবাস্তবতায় ওঠে না গড়ে সত্য ঘর,
বাস্তবতা যা জীবন চরিত্রে তাই ইতিহাস অধিকতর।          

কল্পনাবিলাসীর ভুল দর্শনই করে নিদারুণ উপহাস,      
জীবন চরিত্রই যে মানব জীবনের একমাত্র ইতিহাস।