বছর বছর নির্বাচনের আধারটাতে ভরছে জল,
কলকলিয়ে জলের ধারায় নিত্য যে ঝরে ফল,
সে ফলে নেইতো কোন সুমধুর অমৃতের স্বাদ,
যা প্রত্যাশা তার বেশির ভাগই হয় যে বরবাদ।  
মাথার উপর ছাতা কল্পনায় বাছাই করা যাকে,
সেই সর্বভক্ষক হয়ে সবারে ঘোরায় ঘূর্ণিপাকে।  
যারা বসিয়ে দেয় তাকে মর্যাদারই আসনটাতে,    
তাদেরই সে পিষে মারে অহংকারীর পদাঘাতে।  
যাদের কৃপায় ভাগ্য গড়ে উপরে ওঠা ছন্দটায়,  
তাদেরই যে কপাল লিখন আজীবনই মন্দ যায়।      
নামসর্বস্ব গণতন্ত্র জুড়ে শ্রুত সব বাণী চমৎকার,    
গণতন্ত্রে প্রায়ই দেখি সুশাসনের নামে অনাচার।    
শুধু নির্বাচনের হরেক হাওয়া গণতন্ত্র মানে নয়,
গণের অধিকার-মর্যাদা রক্ষা গণতন্ত্রের পরিচয়।  
প্রকৃত গণতন্ত্র হলো সুখানন্দে জনতার জয়গান,  
পারস্পারিক মর্যাদার তরে সর্বজনের তীর্থ স্থান।