হাভাতের পেটে ক্ষুধার রাজ্য অবিনাশী জ্বালাতন,
সে হাভাতে কি তবে ভব রাজনীতি বুঝবে তখন?  
কোন দিকে গেলো দেশ, কে নিলো সবকিছু লুটে-
অনাহারী সে হিসেব করে না কভু খাদ্য যদি জুটে।    
জন্মভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বশাসনের মান  
হাভাতে ভুখার হিংস্র দুই হাতে পড়ে হয় খান খান।
অসুখে বিসুখে ভুগে প্রাণ হারালে গণমানুষের দল
অকেজো সে স্বাধীনতা, নিরর্থক রয় বিধান সকল।    
নিদারুণ ক্ষুধার কাছে সপতে হলে সকল অধীনতা
অসার অথর্ব তবে রক্তার্জিত রাজনৈতিক স্বাধীনতা।