পরাধীনতার সব শৃঙ্খল ভেঙে বিদ্রোহের আগুন জ্বেলে
কতো রক্ত কতো প্রাণ ঝরিয়ে তবে এ স্বাধীনতা পেলে!  
বাক্ ঝরা যতো কথা বলা হয় এ মুক্ত স্বাধীন হাওয়ায়
তোমারই প্রাণে তৃপ্তির ঢেউ তোলে পূর্ণ সবই পাওয়ায়।  
স্বাধীন ধরায় পদ যুগলে চলো ফেরো যেমন ইচ্ছে হয়,
মুক্তির বাতাস প্রশ্বাসে যেনো দোল খেয়ে যায় প্রাণময়।  
শত সহস্র হস্তের মধুর পরশে ধন্য স্বাধীন দেশের মাটি,  
মুক্ত চিন্তায় মুক্ত মানসে গড়ে তোলা এ দেশ যে খাঁটি।    
আকাশে বাতাসে পথে প্রান্তরে স্বীয় দায় পালনের তরে
স্বাধীন দেশের যোগ্য নাগরিক যায় প্রাণপণ চেষ্টা করে।
একের অপূর্ণতায় অন্যেও অপূর্ণ, সবাই সবার কল্যাণে
নিজের স্বার্থ দেয় যে বিলিয়ে, দেশের স্বার্থই রয় ধ্যানে।  
স্বাধীনতা মানে আত্মকেন্দ্রিকতা নয়, নয় ফেরানো মুখ;
স্বাধীনতা মানে যে ভাগাভাগি করা আপনার যতো সুখ।  
বুদ্ধিমান জাতি ঠিকই বোঝে স্বাধীনতা যে মহামূল্যবান,  
স্বাধীনতা এক পবিত্র দায়িত্ব, প্রতি নাগরিক দায়িত্ববান।