নিষ্ঠুর শাসকের অনাচারে জন্মভূমির পৃষ্টে চলে নিত্য প্রহার,  
ইচ্ছা খেয়ালের বশে করে ক্ষমতার লাগামহীন অপব্যবহার।  
শাসকের সুবিধায় সদা আইন প্রণয়ন ও আইন রহিতকরণ,  
যেমন শাসকের চাওয়া সে মতো হবে দেশে শাসনের ধরণ।
জনতার রক্তঘামে গড়া প্রাসাদ অন্তরালে শাসকের বসবাস,  
নজরে পড়ে না কভু জনতার হাপিত্যেস, জনতার দীর্ঘশ্বাস।
চৌদিকে চাটুকারের দল প্রবেশ করাচ্ছে ছল শাসকের মনে,  
অসহায় জনগণ দেখে না বাঁচার কারণ, হতাশা ক্ষণে ক্ষণে।  
যে শাসক মানে না আইন, মানে না তো কোনো রীতিনীতি
তার শাসনে স্বাধীনতা নেই জনতার তরে, আছে শুধু ভীতি।
সে শাসকে যে অক্ষত স্বাধীনতা, সংবিধান-আইনের লালন    
দৃঢ় চিত্তে যে শাসক নিজেও করেন আইনের নির্দেশ পালন।