রাজার নীতি, রাজ্যের নীতি, রাজ্য শাসনের নীতি সকল  
বুঝতে জনতার ত্রাহি অবস্থা, অসহ্য হয় সে নীতির ধকল।    

যিনি নেন দেশ শাসনের ভার হয়ে ওঠেন তিনি গিরিসম;  
ছুঁবে তাঁকে সাধ্য আছে কার! বুঝতে গেলে হয় ব্যর্থ মম।  


সাধারণ থেকে ওঠে আসা জনই হয়ে ওঠেন অধরা কেউ,
জনতার ভাগ্যে মৃত্যু আসুক, তাঁর জীবনে আনন্দের ঢেউ।      


রোগ, শোক আর অভাবে ভুগে জনতা হোক বিকৃত লাশ;
স্বার্থান্ধ সে শাসকের শুধু রাজনীতি নামে প্রমোদ-বিলাস।  


জনসম্মুখে করা সব প্রতিজ্ঞা যান যে তিনি বেমালুম ভুলে;
রাজনীতিটাকে খেয়ালখুশীতে স্বার্থ হাসিলে নেন যে তুলে।  


রাজনীতি যেন প্রকাণ্ড মাঠ, দৌড়ানো সে মাঠে সারা বেলা,
কে কাকে ডিঙিয়ে ক্ষমতা পাবে খেলতে শুধু স্বার্থের খেলা।    


রাজনীতিতে কেনো এত স্বার্থের খেলা? উত্তর জানেন প্রভু;    
স্বার্থের খেলা চললে রাজনৈতিক পরিবর্তন আসবে না কভু।