মানুষের এই সমাজটাতে খুঁজলে বিভেদ ঠিক বুঝা যায়ঃ
এক দল মানুষ উন্নত মনের, অপর দল ভরাট হীনতায়।


মানসিকতা সংকীর্ণ যাদের শিক্ষাতেও কাজ হয় না বেশি;
চিন্তা-চেতনা বদ্ধ তাদের, সময়ে সময়ে তাঁরাই ছদ্মবেশী।    


মন-মানসিকতায় উন্নত যাঁরা তাঁরা দেখেন সুন্দর আলো;
কর্ম-চিন্তায় দূর করে দেন সমাজের সকল দূষণ, কালো।    


হীন মানসে হীন কল্পনা, অন্যকেও সদাই ফেলে বিপদে-  
নিকৃষ্ট জন গোঁড়ামির বিষে বেদনা ছড়ায় প্রতি পদে পদে।  


আদ্যান্ত যাঁরা আলোকিত জন সর্বত্র তাঁরা আলো খুঁজেন,
অপরের তরে স্বার্থ উজারকেই নিজ তরে কল্যাণ বুঝেন।      


চেতনা যার অশালীনতায় ভরা পায় না খুঁজে শালীন কিছু;  
চেতনার আলো সম্মুখে পড়ে, ছোটে তবু আঁধারেরই পিছু।  

উঁচু মানসিকতার মানুষ কাজ করে উঁচু গুণ বজায় রেখে;  
মানসিকতায় নীচু যে জন সে জন সবারেই নীচেই দেখে।