অর্থ-বিত্তের জোয়ারে যে ভাসে তার হতে পারে এমনও শখ-
কিছু অর্থবিত্ত বিলোয় যদি মিটবে তাতে নিঃস্ব-দরিদ্রের হক!  


বাতাসের মতোই আসে যখন ভেসে অর্থ বিত্ত পাহাড় সমান
সঞ্চিত অর্থে কী আর ঘাটতি পড়ে যাবে যদি করে সে দান?    


অন্তর কভু দেয় না তো সায়, লোকচক্ষু যে চেয়ে যেয়ে রবে;
সমাজে নিজের সম্মান বাঁচাতে দান-খয়রাত যে করতে হবে।


দিনের বেলার ঝলমলে যে আলোয় সারি সারি লোক রেখে
সে আলোই তাকে 'দানবীর' সাজায়, লোকেরা সেটাই দেখে।    


দানের থালায় সপে দেয় আরো তাঁর জমানো ঘৃণা, উপহাস;
নির্ধন দরিদ্রকে দান করে দু'হাতে, অন্তরে করে শুধু পরিহাস।


এ কেমন দান করছো হে মানুষ যে দানে নেই অন্তরের সায়?
ছলনাময় সে বিশাল দানে কি পরম দয়ালুর মন পাওয়া যায়?


দান যদি কভু করতেই হবে তবে সে দানে যেনো হৃদয় রয়,
যে দানে নেই প্রেম ও শ্রদ্ধা তা কী করে সুন্দর ও সমগ্র হয়?