দারিদ্রকে দাও সর্বদাই রুখে, হোক না যতোই কষ্ট,
দারিদ্র শুধু আষ্টেপিষ্টেই ধরে, স্বভাব করে দেয় নষ্ট।  


হীনপুরুষ সে যে সংগ্রাম ছাড়া দারিদ্রকে নেয় মেনে,  
কখনও শিরদাঁড়া করে না উন্নত দারিদ্র ব্যথা জেনে।  


সুপুরুষ কভু নত করে না যে শির দারিদ্রের সম্মুখে,
দেহশ্রম দিয়ে সৎ কর্মের গুণে দারিদ্রকে দেয় রুখে।  


দারিদ্র কভু কাউকে করেনি মহান, করেছে নিচুতর;
ক্ষুধা, রোগে, শোকে ভুগিয়ে দেহ গড়েছে শীর্ণ জড়।


সভ্যতার ভিত গড়ে নাই কখনো দারিদ্রের সমতলে,
কতো সমাজ পুড়ে হয়েছে অঙ্গার দারিদ্রের অনলে!  


সচ্চরিত্র, সদাচার গুণের হয় না চর্চা দরিদ্রের দেশে,
হাভাতে ভুখার তীব্র ক্ষুধা চরিত্র হনন করে নিঃশেষে।  

মানুষ কাফের হয়ে যেতে পারে দারিদ্রের অভিশাপে,
দারিদ্রকে কখনো করবে না গ্রহণ কোন কিছুর চাপে।