বিত্তশালী করে না দান কভু অসহায়ের বিধ্বস্ত উচ্চারণে!    
প্রকৃত দান তা নয় যা দেয়া হয় শুধু চক্ষু লজ্জার কারণে।    


দক্ষিণ হস্তের দান প্রদান বাম হস্ত জানতে পারে না কভু,
মানব সেবায় সে দানে সন্তুষ্ট মানুষ, সন্তুষ্ট হন স্বয়ং প্রভু।  


যে দানে থাকে শ্রদ্ধা, থাকে প্রেম ও অকৃত্রিম ভালোবাসা
সে দান শুধু দান তো নয়, মানব সমাজে মানবের ভরসা।


সেই দানই শ্রেষ্ঠ যা অন্তরের গহীন থেকে উত্সারিত ধন,  
রসনা হতে ক্ষরিত হয়ে যা ব্যথিতের ব্যথা করে প্রশমন।


যে দানবীর আর্ত মানবতার সেবায় সদাই নিবাদিত প্রাণ
শ্রেষ্ঠ সে মানুষ আর্ত-পীড়িতের তরে দুই হাতে দেয় ত্রাণ।  


দান-সম্প্রদানে কৃপণ জন স্রষ্টা থেকে পায় শুধু তিরস্কার;
মুক্ত অন্তরে যে করে দান সে পায় বিধির উত্তম পুরস্কার।