এ মানব সমাজে একা থাকতে কেউ আসে না ভবে,
হৃদ্যতায়, মানবতায় মানুষ একে অপরের বন্ধু হবে।  


আনন্দ সুখের অংশীদার সবাই, তেমনি ঐক্য দুঃখে;
একে অপরের বিপদে আগুয়ান মিলিত প্রেরণা বুকে।
      
অঢেল সম্পদ বিত্ত-বৈভব যার সে অন্যের হক বুঝে
উদার মানসে সে হক মেটাবে কোনও স্বার্থ না খুঁজে।  

আস্বাদন তরে উতলা যে রসনা ব্যস্ত আপন বিলাসে
অপরিমেয় অনল জ্বলবে সে রসনায় ঘৃণ্য নরকবাসে।


উদরপূর্তি লক্ষ্য যার বুঝে না প্রতিবেশীর ক্ষুধার রূপ
সে মানুষ এক নিকৃষ্ট প্রতিবেশী, মানবতার মৃত্যুকূপ।


সকলের উচিত মানব তরে কিছু না কিছু করবে দান,    
মানব জনম মানবেরই তরে, চিন্তায় থাক জনকল্যাণ।


প্রতিশ্রুত যা মেটাতে হয় তা ত্যাগী স্বভাবে মননসহ,  
দেবো দেবো করেও না দেওয়া যে ভয়ানক দোষাবহ।