যে সম্পদের পাহাড় গড়ে, গড়ে অর্থ-বিত্তের খনি
সে কারণে তুমি নিশ্চয়ই মানো তারে মানুষ ধনী?            


অট্টালিকায় বাস করে যে সেই চরম সুখে আছে-
এর পক্ষে অকাট্য প্রমাণ আছে কি কারও কাছে?    


যে প্রাসাদের রঙিন আলো ঝলক লাগায় চতুর্মুখী
সেই প্রাসাদে বসতকারী মানুষ মানেই মহাসুখী?


রত্নালঙ্কার, বেশভূষা যার চমক লাগায় জনে জনে,
এ জগতে সেই যে সুখী, বলে তা কোন ব্যাকরণে?  


অর্থ-সম্পদ অঢেল বলেই ধনশালী ভাবছো যারে  
হয়তো কোন অন্তর্জ্বালা প্রতিক্ষণই পোড়ায় তারে।      


কে যে ধনী, কে যে সুখী, তা বিচার্য্য ধনেতে নয়;
ধনী, সুখী মানুষের যাচাই কেবল মনতৃপ্তিতে হয়।