মৃত্যুর ভয়ে প্রকম্পিত মানুষ মৃত্যুকে যে এড়াতে চায়
বেঁচে থাকাই বাঁচার কারণ! আর নাই কোন অভিপ্রায়।  


কোন সুখে তাকে ভরিয়ে রাখে যাপিত এ জীবন তার?  
এক বেলায় যেথা সুখের বহর, অন্য বেলায় দুঃখ ভার।


কার বা জীবনে ফুলেল শয্যা পৃথিবীকে করে সুখময়?
ক্ষণে ক্ষণে শুধু সংগ্রামই করে এই জীবনে বাঁচতে হয়।    

জীবনপথের ঝড়বাদলে বিষাদময় হোক জীবনের ধরণ,  
তবুও তো কেউ চায় না কখনো মরণটাকে করতে বরণ।    


মৃত্যুর চেয়ে অতি কঠিন এ জীবন- মানো কি সে যুক্তি?    
জীবন যে দুঃখ-যন্ত্রণায় ভোগায়, মরণ এনে দেয় মুক্তি।