হাজার বর্ণের ইচ্ছেগুলোর হাজার পাখির ডানা,
উড়তে যে চায় যেথায় খুশি, মানবেই না মানা!    


দিবস-রাতির স্বপনগুলোয় কোথায় যেনো উঠি,
হেলায় রাখি দায়গুলো সব, কাজকে বলি 'ছুটি'!

আইনকানুন, রীতিনীতি- এই যে দেশের শৃঙ্খলা,
উচ্ছন্নে যাক সেসবগুলো, থাক না পড়ে নিষ্ফলা!


আয়াসে জন ভাবুক অতি, আর কিছুই না খোঁজে;
জীবন বলতে ইচ্ছে-খুশির অবাধ আকাশ বোঝে!  


আউলা কেশের বাউলা বেশের মানুষ বাঁধনহারা
বুঝতে পারে জীবন যে কী? কীসের মানুষ তারা?  


ইচ্ছা খামখেয়াল-খুশি কখনো জীবনের ভিত্তি নয়;      
কর্ম রীতিনীতির উপরেই এ জীবন দন্ডায়মান রয়।