দুই হাতে যার আগ্নেয়াস্ত্র, চারদিকে যার কামান গোলা,
তারেই যে জন 'বলশালী' বলে সে জন বড় সত্যভোলা!    


অস্ত্রধারী হাজার প্রহরী যার মসনদ লাগায় রক্ষার তরে,
তারে 'প্রতাপশালী' বলো তুমি ভেবে চিন্তে হিসেব করে?


চলার পথে যাকে ঘিরে চারদিক দিয়ে নিরাপত্তার বেড়া,
তারেই কী করে 'সাহসী' বলো? বুদ্ধিমত্তা ভাব কি ছেঁড়া!      


নিজেরই লড়াই লড়তেও যার সঙ্গ লাগে হাজার জনের,
বীরত্ব তার অন্তরে নাই, সে মানুষ যে এক ভীরু মনের।    

সত্য কথা বলতে গেলেই যে লোকের পুরো অন্তর কাঁপে,  
তবুও তারে 'সৎ সাহসী' বলে ডাকবে আর কী পরিমাপে?        


যার অন্তরে সাহসই নাই অন্যের দুঃসময়ে দাঁড়াবে পাশে,  
তারে যখন 'সাহসী' বলো দুঃসময়ও তখন বিদ্রূপে হাসে।      


বাহ্যিক শক্তি, সামর্থে কি কেউ সত্যিকারের সাহসী হয়?  
মনের দিক থেকে দুর্বল যে জন সে জন কভু সাহসী নয়।