দেখার তরেই দেখে দুটি চোখ এদিক ওদিক চায়,
ভালো-মন্দের হিসেব বোঝে না, চতুর্দিকেই যায়।


কোন সে দেখা ভালো যে আর কোনটা তার পাপ,
বুঝে না যে কী দেখায় পুণ্যি কোনটাতে অভিশাপ।    


নিয়ন্ত্রিত মন দিয়ে যদি দুই চোখকে করো শাসন
সে দুটি চোখ করবে না ভুল, পাবে নীতির আসন।