যে মানবের প্রদীপ্ত মানসে সদাই শুদ্ধ চিন্তা ঘুরে  
পুণ্যি জমে তার আত্মা শুভ্র, পাপ রয় অতি দূরে।              


দেহ বাহনের সকল চক্রে আবেগে লাগাম দিয়ে
মানব যন্ত্র চালাতে যে হয় মানবের স্বভাব নিয়ে।  


প্রতি ক্ষণে ক্ষণে মাপজোখ করে পদযুগল ফেলে
বিপথে যাবার সুযোগ রয় না, পুণ্যিই শুধু মেলে।      


তোমারই জন্য চলার যে পথ, পুণ্যির তরে সাধা
তবু সে পথ চলতে যে হবে, থাক না যতই বাধা।  


মন ও দেহ শুদ্ধ রেখে ধরলে জীবন নায়ের হাল      
উগ্র তাড়না পারবে না ছুঁতে তোমায় কোন কাল।    


পরিচ্ছন্ন দেহের নিষ্কলুষ মনে পবিত্র আত্মার পাত  
ইহকালে নির্মল সুখশান্তি দেবে পরকালে জান্নাত।