খাবার টেবিলে সাজানো কতো সুস্বাদু অমৃত আহার!
সে আহারে মেটে পেটের ক্ষুধা বৈভবি পার্থিব বাহার।


মেটে না কখনো আত্মার ক্ষুধা, অতৃপ্ত আত্মার ভোখে
খাদ্য-বস্ত্রের বিলাসিতার মাঝে আঁকড়ে ধরছে শোকে!
  
সে শোক ঘোচে না জেঁকে বসে আরো চতুর্দিকে ঘিরে,
প্রকৃত সুখ ফেরাবে না মুখ, সংকট জীবন নদীর তীরে।  


যে মানুষ ভাবে শুধু দেহের জন্য যার ভাবনা উদরময়,  
আত্মার প্রয়োজনীয় খাদ্য থেকে সেই বঞ্চিত হয়ে রয়।

ঐশী বাণী মেটায় আত্মার ক্ষুধা, যে গৃহে ধর্মগ্রন্থ আছে  
আত্মাকে পরিতৃপ্ত রেখেই তো সে গৃহের মানুষেরা বাঁচে।