কোথায় পাপ, কোথায় পুণ্য? খুঁজো তারে প্রতিক্ষণে?
     পাপ-পুণ্যের বসতটা যে মানুষেরই মনে।
যে মনের ভিতর চাষ আশ-বাসনার, লাগামহীন যে মন  
   সে মনেতে পাপের কাছে পুণ্য হারে প্রতিক্ষণ।    
মনের লাগাম ধরছে যে জন বোধ বিচারের কঠিন হাতে,  
    পাপের কুঞ্জ চূর্ণ করে পুণ্য থাকে তার সাথে।  
কার মনে পাপ গড়বে বসত, নাকি ছড়াবে পুণ্যের ছন্দ-
     এমনি করে চলছে সদা পাপ ও পুণ্যের দ্বন্দ্ব।
জাগতিক এ দ্বন্দ্বে জিতবে কোন্ জন- পুণ্য নাকি পাপ?  
     তার উপরই নির্ভর করে আশীর্বাদ, অভিশাপ।    
যে মানবের মনে পুণ্যের হারে মহা উল্লাসে পাপ মাতে
     অধর্ম তারে পিষ্টে মারে নরকমুখী প্রাণঘাতে।        
বোধ ও বিবেকের যথার্থ বিচারে যার ভাবনা, কর্ম চলে
    তার ললাটেই বিধির লেখায় অসীম পুণ্য ফলে।