এমন মানুষ সংখ্যায় কম নয়- নিন্দুক বেজায় ভারি
কোনখানে কার মন্দ আছে খোঁজার কাজ যে তারই।


কোন কাজে কার কী ভুল-ত্রুটি খুঁজে লোকে লোকে,    
আলোয় ভরা মহান মানুষগুলো পড়ে না তার চোখে!  
    
নিন্দুক মন সেই আতশি কাচ যাতে মন্দ দেখায় বড়,
কৌতূহলে যে শুধু মন্দকেই খুঁজে ভালোর বেলা জড়।  


যে জন শুধু অন্য লোকের মন্দ কাজকে প্রকাশ করে,              
পাপাত্মা সে চৌদিকে ঘোরে মানুষেরই লেবাশ পরে।            
    
মহাপাপী তাকেও বলে যে মন্দের প্রচারে লিপ্ত থাকে,  
সত্য, সুন্দর, মহান কাজের খবরগুলো গোপন রাখে।