জন্ম নিলেই মানব পৃথিবীতে জীবন যুদ্ধের হাল
কখনো কখনো পথভ্রষ্ট করে চারিত্রিক হালচাল।  


চলতে গেলেই হোঁচট খেয়ে আঁকড়ে ধরে ব্যথা,
আর্তনাদের অতিশয় ফাঁদে পালটেও যায় কথা।    


শক্ত হস্তে আবেগের লাগাম না পারে যে ধরতে,
ইচ্ছা-অনিচ্ছার রূঢ় চাপে থাকে সে ভুল করতে।  


পঞ্চ ইন্দ্রিয়ে, আবেগে, বিবেকে গড়া মানবকুল,
জীবনে তার 'শুদ্ধ' থাকে, আর থাকে কিছু 'ভুল'।    


মানুষ মাত্রই ভুলত্রুটি করে, তাই জীবনের ছাপ,
সাধারণ মানুষ সেই যার আছে পুণ্য আছে পাপ।    


সেই জন তো সাধু ব্যক্তি পাপে যে পায় না সুখ,  
পাপ করার জন্য যে জন করে অনুতাপ ও দুঃখ।  

পাপী হয়েও যে লোক পাপের বড়াই করে চলে  
'মানুষ' তারে বলে না তো 'শয়তান' তারে বলে।