মান-অভিমান, রাগ-অনুরাগ, আবেগ, অনুভূতি,
স্নেহ-মায়া-মমতা, আশা-ভরসার সব প্রতিশ্রুতি,
অন্তরে কামনা-বাসনার দোলা, প্রেম-ভালোবাসা,
বিবৃত কথনসব, বাদানুবাদ, যতো অব্যক্ত ভাষা,
ইচ্ছা-অনিচ্ছার বহর, কল্পনা-জল্পনার মোহনায়
উথলে ওঠা ঢেউ, সুপ্ত-জাগ্রত প্রতিক্রিয়া চেতনায়,  
সুখ দুঃখ ব্যথা বেদনার ভার, যতো চাওয়া পাওয়া,
জানা-অজানা, স্মৃতি-বিস্মৃতি হয়ে শুধু বয়ে যাওয়া,  
বাস্তব-স্বপন-নিদ্রা-জাগরণে বচন সব শ্রাব্য-অশ্রাব্য
আবেগ ও ছন্দের সংমিশ্রণে সবকিছু হয়ে যায় কাব্য।