জন্ম নিলে মরতে হবে- এ কথা অস্বীকার্য নয়,  
তাই বলে কি মরণের ভয়ে জীবন থমকে রয়?
চলে কর্ম, চলে ধর্ম, চলে জীবন নির্বাহের রণ,
বাধা-বিপত্তি ঠেলে মানবকুলের ছুটে চলা পণ।
সুখ-দুঃখ, হাসি-কান্না, তৃপ্তি-অতৃপ্তির দোলাচল
থামাতে পারে না জীবনযুদ্ধ কভু, সদা অবিচল।
সে দিন এ যুদ্ধ থামে যে দিন মরণ আসে নেমে
আশা-ভরসার তরী যায় ডুবে, জীবন যায় থেমে।
মরণের পরে অমর হতে তবু কে বলো না চায়?
স্বাভাবিক যাপিত জীবন শেষে কে অমরত্ব পায়?
শিল্প-সাহিত্য-সংস্কৃতির তরে যে দিয়েছে সময়
সেই পেরেছে অমর শিল্পী হতে- অমৃত, অক্ষয়।